জেলা রাজ্য

মাধ্যমিকের ফলপ্রকাশের তোড়জোড় শুরু

মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে?‌ এই প্রশ্ন এখন ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের মনে। কারণ নির্দিষ্ট তারিখ কারও জানা নেই। রবিবার থেকে ফের মাধ্যমিকের ফলপ্রকাশের তোড়জোড় শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণভাবে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে যায়। তবে করোনা এবং লকডাউন সব হিসেবই গোলমাল করে দিয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এখন দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফলপ্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দেওয়া হয়েছে। ওইসব জেলার প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহ শুরু করেছে পর্ষদ। প্রায় ৬ লক্ষ নম্বর জমা পড়ল রবিবার। এতদিন প্রধান পরীক্ষকদের কাছ থেকে খাতা পর্ষদে আনায় সমস্যা হচ্ছিল। সেটা খানিকটা উপায় বেরিয়েছে। তাই তোড়জোড় শুরু হয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা থেকে নম্বর সংগ্রহ করা হবে বলে খবর। লকডাউনের জেরে প্রায় দেড়মাস ধরে এই কাজ বন্ধ ছিল। নম্বর সংগ্রহ হয়ে গেলে ফলপ্রকাশ প্রক্রিয়া অনেকটাই তাড়াতাড়ি করা যাবে বলে আশা। তবে রেড জোন এবং কনটেইনমেন্ট জোনের ক্ষেত্রে সমস্যা একটা থাকছে। ওইসব জোনের খাতা দেখা হয়ে গেলেও তা পর্যদে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় কম। এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।