প্রকাশিত হল ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার ফল। চলতি বছর করোনা সংক্রমণের জেরে পরীক্ষা নেওয়া হয়নি। তাই মূল্যায়নের ভিত্তিতেই মঙ্গলবার ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পাশের হার ১০০ শতাংশ, যা ইতিহাস বলা চলে। এদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল দশটা থেকে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।
চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৭৯,৭৪৯ জন। পাশ করেছে সকলেই, অর্থাৎ ১০০ শতাংশ। গত বছর তা ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর মেধাতালিকা প্রকাশিত না হলেও পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, এ বছর ৭০০র মধ্যে ৬৯৭ পেয়েছেন মোট ৭৯ জন পরীক্ষার্থী। Madhyamik Result 2021’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখলে সরাসরি সহজেই ফল দেখা যাবে। আজই স্কুলগুলিতে পৌঁছে যাবে মার্কশিট ও সার্টিফিকেট।
এ বছর করোনার জন্য সার্বিক মেধার ভিত্তিতে ফল প্রকাশ হয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ফল পছন্দ না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা। সেক্ষেত্রে বর্তমান প্রাপ্ত নম্বর আর বিবেচিত হবে না। চূড়ান্ত ফল হিসেবে ধরা হবে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই।