ব্রেকিং নিউজ রাজ্য

আজ মাধ্যমিকের ফল প্রকাশ, সহজে রেজাল্ট জানুন এই ওয়েবসাইট থেকে

মাত্র আর কিছু সময়ের অপেক্ষা। এরপর প্রকাশিত হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন পর্ষদের কর্তারা। ৪৫ মিনিট পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের ফলাফল দেখতে পারবে। ওই সময় তাঁদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। ফল জানার সময় পরীক্ষার্থীকে লিখতে হবে রোল নম্বর। তবেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।

সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। প্রসঙ্গত, জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ২০২৩ সালে শীর্ষে ছিল পূর্ব মেদিনীপুর। সেবার এই জেলায় পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। অপরদিকে ৩ নম্বরে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।