শুক্রবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৯,৪৯,৯২৭। ৪,১৯২টি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা হয়েছে। ১১ জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। ৪,৩১, ১৫০ জন ছাত্র পাশ করেছেন। ৫,১৪,৭৯৮ জন ছাত্রী এবছর পাশ করেছেন। ছাত্রের পাশের হার ৮৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। এবছর থেকে অনলাইনেই স্কুটিনির আবেদন করা যাবে। ১৫ দিনের মধ্যে অর্থাৎ ১৭ তারিখের মধ্যে স্কুটিনির আবেদন করা যাবে বলে খবর।
জানা গিয়েছে, এবছর যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার ও ঘাটালের রৌণক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তাদের নম্বর ৬৯১। চতুর্থ স্থান অধিকার করেছে ৪ জন। পঞ্চম হয়েছেন ১১ জন। তাঁদের মোট নম্বর ৬৮৯। ষষ্ঠ স্থানেও রয়েছেন পাঁচজন। মোট প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন ১০ জন। তাঁদের মোট নম্বর ৬৮৭। ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন। ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে ১৫ জন। প্রায় ৪০ জন রয়েছেন দশম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।