বাতিল মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতিতে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা বাতিল করল বাংলাদেশ। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নেওয়া উচিত হবে না। তাই মূল্যায়ণ হবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। এমনকী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা এবার হচ্ছে না। তবে ৩০টি কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। তার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। স্কুলের প্রধানদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, করোনার জেরে গত ১৭ মার্চ থেকে বাংলাদেশে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতে পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য অনলাইনে ক্লাসও শুরু হয়েছে। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার মূল্যায়ণে এই সাপ্তাহিক অ্যাসেসমেন্ট তেমনই একটা পদ্ধতি।