আগামী সপ্তাহের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সূত্রে জানা যাচ্ছে, জুন মাসের ৩ তারিখে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, তবে ওই দিনই ফল প্রকাশ হবে কি না, তা নির্ভর করছে রাজ্য সরকারের অনুমতি ওপর।
১৬ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষের তিন মাসের মধ্যে রেজাল্ট বের হয়। সেই রীতি বজায় রেখে এবারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। ফল প্রকাশের চূড়ান্ত দিন ঠিক হবে রাজ্য সরকারের অনুমতি ওপর। আগামী সপ্তাহে রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন জানাবেন পর্ষদ কর্তারা। তবে ফল প্রকাশের আগে বেশ কিছু প্রস্তুতি বাকি রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের।
পর্ষদ সূত্রে জানা গেছে মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ এপ্রিল ও মে মাস জুড়ে ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। আগামী সপ্তাহে রাজ্য সরকার পর্ষদের আবেদনে সায় দিলেই ফল প্রকাশের দিন ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। জুনেই বেরতে পারে উচ্চমাধ্যমিকের ফলও।