দেশ ব্রেকিং নিউজ

বাতিল মাধ্যমিক–উচ্চমাধ্যমিক

করোনা পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা হল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই কথা নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিশেষজ্ঞ কমিটি ও জনগণের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। পরীক্ষা না নিয়ে কীভাবে তৈরি করা হবে মার্কশিট, আগামী ৭ দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উদ্ভূত পরিস্থিতিতে মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে কি না, তা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল আগেই। ঝুঁকি এড়িয়ে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। কীভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে, এসব দিক খতিয়ে দেখতে গঠন করা হয়েছিল তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বৈঠকের পর কমিটির তিন সদস্য একটি রিপোর্ট তৈরি করেন। সেখানে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলেই জানান তাঁরা। চলতি বছরে পরীক্ষা বাতিলেরও সুপারিশ করেন। এরপর মাধ্যমিক–উচ্চমাধ্যমিক হবে কি না সেবিষয়ে রাজ্যবাসীর মত জানতে চায় সরকার।
নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একদিনে প্রায় ৩৪ হাজার মেল জমা পড়েছে। তার মধ্যে ৭৯ শতাংশই পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছেন। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটিও বাতিলের সুপারিশ করেছিল। রাজ্যবাসীরাও বাতিলের পক্ষেই মত দিয়েছেন। সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত।