ব্রেকিং নিউজ রাজ্য

মাধ্যমিক–উচ্চমাধ্যমিক জুন মাসে

পিছিয়ে গেল মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুন মাসে পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব পৌঁছেছিল রাজ্যের কাছে। তাতে সায় দিয়েছে রাজ্য। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে অন্য একটা অংশ বলছে, বিধানসভা নির্বাচন থাকায় পিছিয়ে দেওয়া হল পরীক্ষা।
বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে যে প্রস্তাব এসেছে, তা বিবেচনা করেই পরীক্ষা দু’টি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী জুন মাসের প্রথমের দিকে হবে মাধ্যমিক পরীক্ষা এবং শেষের দিকে উচ্চমাধ্যমিক।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে স্কুল বন্ধ। ফলে যাঁরা এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁরা একদিনের জন্যেও স্কুলে গিয়ে ক্লাস করেননি। তাই পরীক্ষা নেওয়াটা উচিত নয়। সুতরাং পিছিয়ে গেল পরীক্ষা।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। পাঠ্যক্রম কাটছাঁট করে পরিবর্তিত পাঠ্যক্রম ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। পর্ষদ এবং সংসদের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট চেয়ে পাঠানো হয়েছিল। স্কুলশিক্ষা দপ্তরের কাছে সেই নির্ঘণ্ট পাঠানোর পরই পরীক্ষাগুলি জুন মাসে পিছিয়ে দেওয়া হল।