বাড়ির বাগানে মাত্র দুটি আমগাছ। আর তাঁদের নিরাপত্তার জন্য কিনা এলাহী আয়োজন। মধ্যপ্রদেশের এক দম্পতি তাঁদের বাড়ির দুটি আমগাছের জন্য ৪ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন। পাশাপাশি ৬টি তেজি কুকুরও পুষেছেন ওই দম্পতি। কারণ ওই দুটি গাছে ফলে পৃথিবীর সবচেয়ে দামি আম। তাই যাতে কেউ ওই গাছের আম চুরি করতে না পারে তারজন্যই এই তোড়জোড়। মধ্যপ্রদেশের বাগিচাবিদ দম্পতি সংকল্প ও রানী পরিহার।
তাঁরা একবছর আগে দুটি বিশেষ প্রজাতির আমের চারা রোপণ করেছিলেন নিজের বাড়ির বাগানে। তাঁরা তখন কল্পনাও করতে পারেন নি যে গাছ দুটি বেড়ে উঠবে সেখানকার পরিবেশে। কিন্তু অপরিসীম যত্ন ও পরিচর্যায় চলতি বছরে ওই দুটি গাছে ফলেছে আম। তাও আবার যে সে আম নয়, জাপানের বিশেষ প্রজাতির মিয়াজকি আম। যা কিনা বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত। এক কেজি আমের দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আন্তর্জাতিক বাজারে ওই মিয়াজকি আমের দাম কেজি প্রতি ২ লাখ ৭০ হাজার টাকা।
ওই দম্পতির কথায়, গত বছর তাঁদের অন্য প্রজাতির আমগাছ থেকে ফল চুরি গিয়েছিল। কারণ স্থানীয় সংবাদমাধ্যমে তাঁদের বাগানের বিভিন্ন দামি অর্কিড ও গাছের প্রতিবেদন প্রকাশ পেয়েছিল। এরপরই তাঁদের বাগানে চুরি হয়। এবার যখন তাঁদের বাগানে বিশ্বের সবচেয়ে দামি আম ফলেছে তাই আর কোনও ঝুঁকি নিতে পারেন নি তাঁরা। দুটি মিয়াজকি প্রজাতির আমগাছের জন্য চারজন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন পরিহার দম্পতি। পাশাপাশি তাঁদের বাগান পাহারা দেওয়ার জন্য ৬টি কুকুরও পুষেছেন ওই দম্পতি।কারণ চলতি বছরে ওই দুটি গাছে সাতটি মিয়াজকি আম ফলেছে। যার বাজারদর কয়েক লাখ টাকা।
সংকল্প পরিহার জানিয়েছেন, চেন্নাই থেকে ট্রেনে ফেরার পথে এক ভদ্রলোক তাঁকে ওই দুটি আমগাছের চারা দিয়েছিলেন। তখনও তিনি জানতেন না মিয়াজকি প্রজাতির আম সম্পর্কে। তবুও তাঁরা খুব যত্নে গাছ দুটি বড় করেন। নিজের মায়ের নামে নাম রাখেন ‘দামিনী’, এবং সন্তানের মতোই লালনপালন করেন। পরে ইন্টারনেট ঘেঁটে তিনি জানতে পারেন এটি বিরল প্রজাতির মিয়াজকি আম। সম্পূর্ণ মেরুন রঙের এই আম জাপানে ‘Egg of Sun’ বা সূর্য ডিম নামেও পরিচিত।
You must be logged in to post a comment.