বিনোদন

ট্রেকিংয়ে বেরিয়ে পড়লেন মধুমিতা

পাহাড়, নদী পেরিয়ে মধুমিতা সরকার বেরিয়ে পড়লেন ট্রেকিংয়ে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী ট্রেকিংয়ের ভিডিও শেয়ার করেন। যেখানে পাহাড়ি পথ পেরিয়ে, নদীর পাশ দিয়ে হেঁটে দুর্গম রাস্তা পার হতে দেখা যায়। তিনি ‘ফিট’ বলেই পাহাড়ি পথ পেরোতে পারছেন বলেও মধুমিতা নিজের ভিডিওতে দাবি করেন।মধুমিতা যখন ট্রেকিংয়ে বের হন, সেই সময় তাঁকে কেউ পিছন থেকে ক্যামেরায় বন্দি করতে শুরু করেন। পাহাড়ি পথ পেরিয়ে অভিনেত্রী কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, ওই ব্যক্তি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে শুরু করেন। মধুমিতাকে যিনি ক্যামেরায় বন্দি করতে শুরু করেন, তার দিকে তাকিয়ে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে হাসি মুখে পোজ দিতেও দেখা যায়।

সম্প্রতি চিনি-তে অভিনয় করেন মধুমিতা সরকার। ওই সিনেমায় অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকারের সঙ্গে অভিনেতা সৌরভ দাসকেও দেখা যায়। চিনি-র শ্যুটিংয়ের পর ইতোমধ্যেই মধুমিতা সিনেমার প্রমোশনও শুরু করে দিয়েছেন।