ছ’দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়া পেলেন মাধবী মুখোপাধ্যায়। গত ২৯ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন ৮০ বছরের কিংবদন্তি এই অভিনেত্রী। খুশির খবর, বুধবার তাঁকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। চিকিৎসক মহল সূত্রে জানা গিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তাই ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
পাশাপাশি অ্যানিমিয়া আর মাত্রাতিরিক্ত ডায়াবেটিসে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী। সেই সমস্যা বেড়ে যাওয়ার কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। অবশ্য মাধবী মুখোপাধ্যায়ের রক্তে শর্করার মাত্রা নিয়ে বেশি চিন্তিত চিকিৎসকরা। রক্তে শর্করার মাত্রা ৭.০ শতাংশের বেশি হলেই হৃদরোগ, স্ট্রোকের সম্ভাবনা থাকে। যে কারণে প্রবীণ অভিনেত্রীর ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। তা নিয়ে ফের পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু। অভিনয় জগতে এসে নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। ১৯৬০ সালে মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’ ছবিতে অভিনয়ের সময়, প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নাম রাখেন মাধবী। সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে অভিনয় করে নজর কাড়েন। সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ছবিতে অভিনয় করে গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও, ‘ছদ্মবেশী’, ‘শঙ্খবেলা’, ‘গণদেবতা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘স্ত্রীর পত্র’, মতো ছবিতেও নজর কাড়েন মাধবী। সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন। পরবর্তীতে ছোটপর্দাতেও দেখা গিয়েছে তাকে। তাঁর সুস্থতার খবরে স্বস্তিতে অনুরাগীরা।