গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর।
জানা গিয়েছে, হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অভিনেত্রীর। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কমে গিয়েছে। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থবোধ করেন তিনি। দেরি না করে তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি খুব একটা চিন্তাদায়ক নয়। তবে দুর্বলতা একটু রয়েছে। চিকিৎসকরা ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেত্রী।
বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু। অভিনয় জগতে এসে নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। ১৯৬০ সালে মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’ ছবিতে অভিনয়ের সময় প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নাম রাখেন মাধবী। সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে অভিনয় করে নজর কাড়েন। সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ছবিতে অভিনয় করে গোটা দুনিয়ার সিনেমা প্রেমীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও, ‘ছদ্মবেশী’, ‘শঙ্খবেলা’, ‘গণদেবতা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘স্ত্রীর পত্র’, মতো ছবিতেও নজর কাড়েন মাধবী। সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন। পরবর্তীতে ছোটপর্দাতেও দেখা গিয়েছে তাঁকে।