তৃণমূলের তরফ থেকে শোকজ করা হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে।এর আগে ফেসবুক লাইভ করতে নিষেধ করা হয়েছিল দলের তরফে। একাধিকভাবে মদন মিত্রকে সতর্ক করেছিলেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। এসবের মাঝে বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তৃণমূলের সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মদন মিত্র।
সেই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ হবেন কে? জবাবে কামারহাটির বিধায়ক বলেন, “আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। মিষ্টি বাচ্চা ছেলে। আর কার কাকে ভাল লাগে সেটা আমি কীভাবে বলব? দলে মমতাদির পর অভিষেক ছাড়া আমার ভাল লাগার কেউ নেই। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।” বিধায়কের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক লাইভে জানান যে, কাউকে আঘাত করতে ‘গোটা-মোটা-সোটা’ মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে বিধায়ক মদন মিত্র বলেন, ‘আমি মজার ছলেই পার্থ চট্টোপাধ্যায় কিংবা সৌগত রায়কে নিয়ে মন্তব্য করেছিলাম এতে যদি তা না আঘাত পান তার জন্য আমি অনেকটা ক্ষমা প্রার্থী। এর জন্য দল যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি খুব খুশি হব।’
দলীয় সূত্রে জানা গেছে, এরপরে না শোধরালে বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে । যদিও এ বিষয়ে কামারহাটির মদন মিত্রর কাছে তেমন কোনও চিঠি কিংবা খবর যায়নি বলে তিনি জানান। শুক্রবার দুপুরে দলের তরফ থেকে বিধায়ককে শোকজ করা হয়।