আন্তর্জাতিক

ফ্রান্স জুড়ে জারি কার্ফু

করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফ্রান্সে কার্ফু জারি করলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। প্যারিস ছাড়াও আরও আটটি শহরে রাতের বেলায় কার্ফু জারি থাকবে। প্রত্যেকদিন রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে কার্ফু।
জানা গিয়েছে, কমপক্ষে চার সপ্তাহ এভাবেই চলবে। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘‌প্রত্যেককে কঠোরভাবে সরকারি এই নির্দেশ মেনে চলতে হবে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কার্ফুর সঙ্গে জরুরি অবস্থাও থাকবে।’‌
উল্লেখ্য, ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তাই ইউরোপের দেশগুলিতে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে। ইতালি, ফ্রান্স, স্পেন থেকে নেদারল্যান্ড সর্বত্র এক চিত্র। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২২,৯৫১টি পজিটিভ কেস ধরা পড়েছে। নেদারল্যান্ডে আংশিক লকডাউন চলছে। রোজ রাত ১০টা থেকে লকডাউন। স্পেনের উত্তর-পূর্ব অঞ্চল কাতালোনিয়ায় আগামী ১৫ দিনের জন্য পানশালা, রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
চেক প্রজাতন্ত্রে ফের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ সেখানকার পানশালাও। রাশিয়ায় ১৪,৩২১ পজিটিভ কেস ধরা পড়ে। একদিনে করোনায় মারা গিয়েছেন আরও ২৩৯ জন। প্রেসিডেন্ট ম্যাক্রঁ ভাষণে বলেন, করোনার এই ঢেউ সম্পূর্ণ আলাদা। নির্দিষ্ট গণ্ডির মধ্যে সংক্রমণ সীমাবদ্ধ নেই। গোটা দেশে প্রতিটি কোণায় সংক্রমণ ছড়িয়েছে। প্যারিস ছাড়াও রাতে কার্ফু থাকবে মার্সিলে, লিয়ন, লিলি, সেন্ট–এটিন, রুউন, টুলাউস, গ্রেনোবল এবং মন্টপিলিয়ারে।
কার্ফু ঘোষণার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট জানান, যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে একটা ব্রেক দরকার। তার জন্যই এই সিদ্ধান্ত। নির্দেশ লঙ্ঘন করলে আর্থিক জরিমানার কথাও ঘোষণা করা হয়েছে। জরিমানার অঙ্ক ১৩৫ ইউরো বা ১২১ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৬৩০ টাকা।
প্রেসিডেন্টের বার্তা, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনাদের প্রত্যেককে আমার দরকার। সম্মিলিতভাবেই আমরা সমাধানের রাস্তা পাব। ফ্রান্সে এখনও ৯,১০০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। জুন মাসের পর এত সংখ্যক কোভিড রোগী হাসপাতালে ছিল না।