ব্রেকিং নিউজ রাজ্য

১৯ দিন বন্ধ মা উড়ালপুল, কেন?

একটানা ১৯ দিন বন্ধ থাকছে মা উড়ালপুলের একটি অংশ। জানা গিয়েছে, যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মা উড়ালপুলের একটি অংশের স্বাস্থ্য পরীক্ষা সহ রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে সেই কাজ। রাত সাড়ে ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত একটানা ১৯ দিনের জন্য সেই কাজ চলবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যার জেরে বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ।

শহরের যানজট এড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য মা উড়ালপুলকে ব্যবহার করেন বহু যাত্রী। ইএম বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের মত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এই মা ফ্লাইওভারের সঙ্গে যুক্ত। ফলে একটানা 19 দিন মা উড়ালপুল বন্ধ থাকলে নিত্যযাত্রীদের বেশ অনেকটাই ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন তারা।

প্রসঙ্গত, এই উড়ালপুলে ঘুড়ির সুতো গলায় আটকে বহু বাইক দুর্ঘটনার খবর সামনে এসেছে। পরবর্তীতে এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে উড়ালপুলের ৯০০ মিটার পর্যন্ত লোহার জাল লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সম্প্রতি, বেঙ্গল বিজনেস সামিট আয়োজিত হতে চলেছে কলকাতায়। সামিটে আগত অতিথিদের কাছে কলকাতাকে নতুন ভাবে তুলে ধরতে চাইছে সরকার। সেই কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।