বছরের প্রথম দিনেই ১০ মিনিটের ঝড়ে একপ্রকার লণ্ডভণ্ড হয়ে গেল কোচবিহার। গতকাল আলিপুরদুয়ার এই ধরনের আচমকা ঝড় উঠেছিল, তাতে প্রাণহানিও হয়েছিল।আর আজ একই ঘটনা ঘটল কোচবিহারে। কোন পূর্বাভাস ছাড়াই আচমকা ঝড় ওঠে, বাতাসের বেগ বেড়ে যায় অনেক বেশি। স্থানীয়রা বলছে, বেশি সময় নয়, মাত্র ১০ মিনিট। তাতেই লন্ডভন্ড কোচবিহার। ঝড়ের বেগ উল্টে পাল্টে দিয়েছে গোটা এলাকার ছবি।
কোচবিহারের তুফানগঞ্জ ২ নাম্বার ব্লকের ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম করা এলাকায় ঘটে গিয়েছে এই ভয়াবহ পরিস্থিতি। ভেঙেছে প্রায় সব ঘর বাড়ি। রাস্তায় থাকা অনেকেই গুরুতর আহত হয়েছেন বলেই খবর। ঘটনাস্থলে এলাকার বিডিও গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু হঠাৎ এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই। রীতিমতো 10 মিনিটের তান্ডব চালিয়েছে এই ঝড়।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ এপ্রিল শুক্রবার কোচবিহার মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু এরকম আচমকা ঝড় উঠতে পারে সেরকম কোন সম্ভাবনার কথা জানায় নি হাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। অধিকাংশ জেলাতেই রয়েছে দমকা হাওয়ার দাপট।