লিড নিউজ

মাস পড়তেই দাম বাড়ল রান্নার গ্যাসের, নাভিশ্বাস মধ্যবিত্তের

করোনা আর লকডাউন নিয়ে দেশের জনগনের অবস্থা কাহিল। চাকরি নেই, ব্যবসা লাটে ওঠার জোগাড়। তার ওপর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এই নাজেহাল পরিস্থিতির মধ্যে ফের রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিলল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এই নিয়ে পরপর তিন মাস রান্নার গ্যাসের দাম বাড়ল। জুলাই মাসে কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। তা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬২১ টাকা। ১ আগস্ট থেকে নয়া দাম কার্যকর হবে।
আর আগস্ট মাসে গ্রাহকরা ১৪.২ কিলো এলপিজি সিলিন্ডার নিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ভর্তুকি হিসাবে পাবেন তা সরকারি তেল স‌ংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়নি। কলকাতায় ১৯ কিলো নন–ডমেস্টিক সিলিন্ডারের দাম ১ টাকা বেড়ে হয়েছে ১১৯৮ টাকা ৫০ পয়সা। এর আগে পরপর দু’‌মাস গ্যাসের দাম বেড়েছে। গত জুন মাসে মেট্রো শহরে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৩০ টাকার বেশি বাড়িয়ে দিয়েছিল তেল সংস্থাগুলি। তখন কলকাতায় গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল সাড়ে ৩১ টাকা। সেটা অব্যাহত জুলাই মাসেও। ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম বৃদ্ধি পায় সাড়ে চার টাকা। এবার বৃদ্ধির হার অতটা না হলেও তা মধ্যবিত্তের জন্য নাভিশ্বাস ওঠার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম গত এক বছরে প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। তারপরও ভারতে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য গ্রাহককে ২০ শতাংশ অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। তার মধ্যে স্থানীয় পরিবহন খরচ যুক্ত হওয়ায় বহু গ্রাহকের ভর্তুকির অংক কমতে কমতে শূন্যে এসে ঠেকেছে। মোদী সরকার গ্যাসের দাম বিনিয়ন্ত্রণের পথে হাঁটতে চাইছে। সরকারের যুক্তি, তার ফলে বিদেশি লগ্নি বাড়বে। যার হাত ধরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশেই গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।