রাজ্য

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

বুধবার মধ‌্যরাত থেকে ফের বাড়ল রান্নার গ‌্যাসের দাম। এবার সিলিন্ডার পিছু ২৫ টাকা দামি হয়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাস। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে পরপর তিনবার গ‌্যাসের মূল‌্যবৃদ্ধি হল। তিনবারে মোট ১০০ টাকা দাম বেড়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতায় রান্নার গ‌্যাসের দাম ৮২০ টাকা ৫০ পয়সা। এখন প্রশ্ন উঠছে, তাহলে ভবিষ্যতে প্রত্যেক সপ্তাহে নির্ধারিত হবে গ্যাসের দাম? এক মাসের মধ্যে নজিরবিহীন ভাবে তিনবার গ্যাসের দাম পরিবর্তন উস্কে দিল সেই বিতর্ক। আর এই দাম পরিবর্তনের ফলশ্রুতিতে এবার সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে হানা দিল মূল্যবৃদ্ধির আগুন।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখন নিয়ম করে মাসের শুরুর দিকেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় সিলিন্ডারের নতুন দাম। তবে এই মাসে তিনবার মূল্যবৃদ্ধি হল। এর আগে ৪ এবং ১৫ তারিখ একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। গত মাস পর্যন্ত ৭২০ টাকা ৫০ পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতে হত আমজনতাকে। পেট্রোল–ডিজেলের দামও গত কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়েই বাড়ল রান্নার গ‌্যাসের দাম। কারণ রান্নার গ‌্যাস তৈরি হয় অপরিশোধিত পেট্রোলিয়াম থেকেই। জ্বালানির দাম এভাবে লাগাতার বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে আমজনতার।
গ্যাসের দাম বাড়লেও সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারি ভর্তুকি তলানিতে এসে ঠেকেছে। এছাড়া গ্রাহকরা সিলিন্ডার নিলে কত টাকা ভর্তুকি বাবদ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেই তথ্যও জানানো বহু আগেই বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এবারও তার ব্যতিক্রম হল না। রাজ‌্য সরকার পেট্রল ও ডিজেলের উপর থেকে এক টাকা করে কর কমালেও তাতে কোনও সুরাহা হচ্ছে না রোজ জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায়। বিধানসভা নির্বাচনের আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম ইস্যু করেছেন মমতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।