ব্রেকিং নিউজ রাজ্য

বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

দু’‌দিন ধরে তাপমাত্রা খানিকটা কমেছে। কারণ বিক্ষিপ্ত বৃষ্টি। এবার বর্তমানে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে। তার প্রভাবে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে নিম্নচাপটি বেশি শক্তি বাড়াতে না পারায় ততটা জোর বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তুলনায় পারদ কমবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি নিম্নচাপের প্রভাব কেটে গেলে ঠিক তার পেছনে আরও একটি নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরের ওই নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী হতে পারে। তার প্রভাবে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। আগামী ১৯ আগস্ট, বুধবার নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপটি শক্তি বাড়াবে আর তার প্রভাবে বৃহস্পতিবার থেকে জোর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
এদিকে নিম্নচাপটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মূলত কলকাতা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি যদি শক্তি বৃদ্ধি করে, তাহলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও যথেষ্ট থাকতে পারে।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে, সেটি ওড়িশা হয়ে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। তার প্রভাবে রবিবার পর্যন্ত কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কয়েক দফায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট কম থাকবে।