ব্রেকিং নিউজ রাজ্য

ফের নিম্নচাপ, রাজ্যজুড়ে বড় দুর্যোগের আশঙ্কা

বেশ জমিয়ে ব্যাটিং করছে বর্ষা। বৃ্ষ্টি কমবেশি লেগেই রয়েছে। বাড়ছে নদীর জলস্তর। নিচু এলাকা জলমগ্নও হচ্ছে মাঝেমধ্যে। তবে এবার বর্ষার দোসর নিম্নচাপ। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের চোখরাঙানি। আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবারের আকাশে কালো মেঘের আনাগোনা বাড়ছে। ফিরতে চলেছে বর্ষা বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ জুলাই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৬ জুলাই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপের প্রভাবে মধ্য ভারত ও সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রভাব পড়বে রাজ্যের উপকূল ও পশ্চিম জেলাগুলিতে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে শুরু করবে। যার রেশ পড়বে বাংলাতেও। শুক্রবার গভীর নিম্মচাপে পরিণত হতে পারে যার ফলে বৃষ্টি অবধারিত৷

 

দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃহস্পতি ও শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোম, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৭৬ শতাংশ।