চলতি সপ্তাহের বৃষ্টিতে ক্ষতির বহর আরও বাড়ার আশঙ্কা। মাঠে সবজি পচলে বাজারে মূল্যবৃদ্ধি সম্ভাবনাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। কারণ কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়েছে বর্ষা। একের পর এক নিম্নচাপ। আর তার জেরে চলছে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় গেরুয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সোমবার বাংলা লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তার জেরে প্রবল বৃষ্টি হবে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও। সোমবার ২৪ তারিখ থেকে বৃহস্পতিবার ২৭ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার আগে সেচ ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানো সম্ভব হয়নি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার ২৬ তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বর্ষণ। মূলত উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।