বেশ কয়েকদিন ধরে চলা গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। রীতিমতো হাহাকার শুরু হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে সোমবার রাতে ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয় বঙ্গে। তাতে রাতে স্বস্তিতে ঘুমায় রাজ্যবাসী। এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। তার প্রভাবে সোমবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টাতেও এই বৃষ্টি চলবে। কয়েক দফায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
জানা গিয়েছে, নিম্নচাপটি এখনও তৈরি হয়নি। তবে মঙ্গলবার বিকেলের দিকে সেটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের গা ঘেঁষে তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলেই খবর। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। যার জেরে গত কয়েকদিনের অসহনীয় গরম থেকে অনেকটাই রেহাই মিলবে। যদিও গুমোট ভাব থাকবেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূল দিয়ে প্রবেশ করে মধ্য ভারতের দিকে পাড়ি দেবে। তার প্রভাবে মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষত উপকূল আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এমনকী আগামী ৪৮ ঘণ্টায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির প্রভাব থাকবে বলে খবর।