নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ। শুক্রবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। শুধু দক্ষিণবঙ্গ নয়, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও।
নিম্নচাপের জেরে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। আশেপাশের জেলাগুলিও ভাসছে। শুক্রবার ও শনিবার দক্ষিণের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
পূর্বাভাস বলছে, শুক্রবারও সকালে থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে দুর্যোগের পূর্বাভাস। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। রবিবারের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।