বিনোদন

প্রথম দেখাতেই প্রেম

গত ২০ এপ্রিল ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ১৩তম বিবাহবার্ষিকী। ১৩ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবারের বিবাহবার্ষিকীতে নিজেদের প্রেমের ঘটনা নিয়ে অভিষেক মুখ খোলেন। ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি প্রথম দর্শনেই ঐশ্বর্যের প্রেমে পড়েছিলেন।

১৯৯৭ সালে নাকি অভিষেক ঐশ্বর্যের প্রথম দেখা হয়। সুইজারল্যান্ডে শুটিং- এর জন্য গিয়েছিলেন তারা। ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম তাকে আলাপ করিয়ে দেন ববি দেওল। মিস ওয়ার্ল্ডকে অভিষেক প্রথম সামনে থেকে দেখেন। এরপর ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কি’ ছবিতে অভিনয় করতে গিয়ে শুরু হয় তাদের বন্ধুত্ব্ব। এরপর ‘কিঁউ হো গ্যায়া না’ ছবির সেটে প্রথম তাদের প্রেমের খবর সামনে আসে।

তবে তখনও নিজমুখে নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি এ জুটি। এরপর সুপারহিট হয় তাদের অভিনীত ‘উমরাও জান।’ সে ছবির সেটেই বিয়ের প্রস্তাব দেন অভিষেক। পরিবারও তাদের সম্পর্কে খুশি ছিল। এরপর একসঙ্গে অভিনীত গুরু ছবি সুপারহিট হবার পরেই এ জুটি বিয়ে করেন।