নন্দীগ্রামে ৬ পঞ্চায়েতে ফুটল পদ্ম ফুল৷ নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে৷ নন্দীগ্রাম ২ ব্লকেও বিজেপির দখলে ৩ পঞ্চায়েত৷ নন্দীগ্রাম বিধানসভায় মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত৷ ২০১৮-য় নন্দীগ্রাম ১৭ পঞ্চায়েতই ছিল তৃণমূলের দখলে৷
সিঙ্গুর ব্লক সব পঞ্চায়েতেই জয়ী তৃণমূল৷ ১৬ পঞ্চায়েতের সবকটিতেই জয় ঘাসফুলের৷ সিঙ্গুর জুড়ে স্বভাবতই তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস৷
খনি অঞ্চল জুড়ে তৃণমুলের জয় জয়কার। সবুজ আবিরে আনন্দে মেতে উঠলেন শাসক দলের কর্মীরা। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর-ফরিদপুর ও পান্ডবে এই তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস।
২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথে নিজের রায় জানিয়ে দিয়েছেন মানুষ। আজ, মঙ্গলবার ফলাফলের পালা। আজকেই জানা যাবে, আগামী পাঁচ বছর গ্রামবাংলার রাশ থাকবে কার হাতে।