ব্রেকিং নিউজ রাজ্য

Dear Lottery: অনির্দিষ্টকালের জন্য কান্দিতে বন্ধ লটারি টিকিট বিক্রি

লটারি টিকিটে ভিসি চালুর রাখার দাবিতে কান্দিতে লটারী বিক্রেতারা বিক্ষোভ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য লটারি বন্ধের ডাক দিলেন কান্দি শহরের খুচরো লটারি বিক্রেতারা। ডিয়ার লটারিতে ভিসি চালুর দাবিতে মঙ্গলবার কান্দির লটারি সেলার কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

প্রসঙ্গত, ডিয়ার লটারিতে আগে ভিসি চালু ছিল। যা থেকে লটারি বিক্রেতারা কিছু আয় করতে পারতেন। কিন্তু ডিয়ার লটারি কোম্পানি বর্তমানে ক্রেতাদের ভিসি সুবিধা না দেওয়া বা বন্ধ করে দেওয়ায় লোসকান হচ্ছে। যার ফলে লটারি বিক্রেতারা ঋণগ্রস্ত হয়ে হয়ে যাচ্ছেন বলে বিক্রেতারা জানিয়েছেন।

তারা বলেন, শারদ উৎসবে অনেক লটারি টিকিট বিক্রেতা লাভের মুখ দেখতে না পেয়ে সমস্যায় পড়েছেন। তাই সমস্ত লটারি বিক্রেতা একজোট হয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা বার্তা দেন যদি ভিসি চালু না করা হয় তাহলে আগামী ১০ তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য স্ট্রাইক করবেন। এমনকি তারা ডিয়ার লটারি নিজেও বিক্রি করবেন না এবং অপরকেও কিনতে দেবেন না হুঁশিয়ারি দেন।