খেলাধুলা

বিশ্বকাপের মেডেল খোয়া

গত বিশ্বকাপ জিতে যে ব্যক্তিগত সোনার পদকটি পেয়েছেন জোফরা আর্চার, সেটি হারিয়ে ফেলেছেন। তন্নতন্ন করে খুঁজেছেন, এখনও খুঁজছেন, কিন্তু পাননি। সম্প্রতি বাসা বদল করার সময়েই কোনওভাবে হারিয়ে গেছে মেডেলটি।

গত গ্রীষ্মে ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বনে যাওয়ার আগে আর্চার ছিলেন অপরিচিতির বৃত্তে। সেভাবে কেউ চিনতোই না বার্বাডিয়ান বংশোদ্ভুত ফাস্ট বোলারকে। বিশ্বকাপ জয়ের পর আর্চার ঘরে ঘরে উচ্চারিত এক নাম। হবে নাই বা কেন? ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন ২৩.০৫ গড়ে বোলিং করে। তারওপর ইংল্যান্ড যে মহানাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলো, তাতে তো তারও অনেক অবদান। স্নায়ুক্ষয়ী সময়ে কী অসাধারণভাবেই না সুপার ওভারটা করেছেন তিনি!

অবিস্মরণীয় অর্জনের ওই দিনটির সবচেয়ে বড় স্মারকটির প্রসঙ্গ উঠতেই বিবিসি রেডিও ফাইভ লাইভকে আর্চার জানান মেডেলটি হারিয়ে গেছে, ‘কেউ একজন আমার একটি পোর্ট্রেট (প্রতিকৃতি) করে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। দেয়ালে ওটার সঙ্গেই ঝোলানো ছিল মেডেলটি। ফ্ল্যাট বদলে নতুন ফ্ল্যাটে উঠেছি, নতুন দেয়ালে আমার ছবি আছে কিন্তু মেডেলটি নেই। এক সপ্তাহ ধরে বাসার ওপর-নিচে খুঁজে দেখছি, কিন্তু এখনও পাইনি। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি।’