১২ টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ছিল রাম লালা মূর্তির “প্রাণ প্রতিষ্ঠা” করার আদর্শ কাল। ১ মিনিট ২৪ সেকেন্ডের এই সংক্ষিপ্ত সময় রাম লালার ‘অভিষেক কাল’। এই ৮৪ সেকেন্ডকে ৪৮ মিনিটের ‘অভিজিৎ মুহুর্তের’ সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, যা দিনে একবার হয়। এদিন মুখ্য যজমানের আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যায় নতুন রাম লালা বিগ্রহের।
অযোধ্যায় নতুন বিগ্রহের পুজোর আগে এদিন রাম লালার আসল মূর্তিকে পুজো করা হয়। রাম লালার আসল মূর্তিটি পিতলের। এদিন সেই মূর্তির মাথায় পরানো হয় সোনার মুকুট। পরনে নতুন পোশাক। তা ছাড়া নতুন মন্দিরে তাঁর আসন সাজানো হয় সোনালি মোড়কে। চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।