দেশ লিড নিউজ

Loksabha Elections: শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট, দিকে দিকে অশান্তির খবর

শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে। মণিপুরের এক কেন্দ্রেই এবার ভোট হচ্ছে দু’দফায়। প্রথম দফায় মণিপুরের সম্পূর্ণ একটি কেন্দ্রে এবং আংশিকভাবে আরেকটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ইম্ফল উপত্যকার ইনার মণিপুরে শুক্রবার নির্বাচন সম্পন্ন হয়ে গেলেও আউটার মণিপুরে প্রথম দফায় ভোট করানো হচ্ছে আংশিকভাবে।

বাংলার পর এবার মণিপুরেও লোকসভা ভোটের দিন পাওয়া গেল অশান্তির খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফাতে মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার অভিযোগ। একদল সশস্ত্র বাহিনী এসে থামানপোকপি কেন্দ্রে হামলা করে। বুথের বাইরে গুলি চালানোরও অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। গুলিতে তিনজন আহত হয়েছেন। নির্বাচন কমিশন অতিরিক্ত বাহিনী পাঠিয়ে সেখানে ফের ভোট গ্রহণ চালু করেছে। গুলি চালানোর সঙ্গে সঙ্গেই ওই বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

অন্যদিকে, ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সেখানেও ভোট গ্রহণ নতুন করে শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ইনার মণিপুরে সকালে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।