প্রথম দফার নির্বাচন ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে। প্রথম দফায় ভোট হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। প্রথম দফার এপিসেন্টার কোচবিহার।
সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে যান ভোটগ্রহণ কেন্দ্রে। তবে নির্দিষ্ট সময় থেকে অনেকটা দেরিতেই হচ্ছে মকপোল। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানে এগিয়ে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের তিন আসনে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.০৯%। সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটের হার ১৪.১৩%। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৯১%। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোটের হার ১৫.২৬%।
এদিন সকাল থেকেই জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা, অপহরণেরও অভিযোগ এসেছে। জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮/৯৭ বুথে বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ।
অন্যদিকে শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নং বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ এসেছে।
এদিকে, কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।