ব্রেকিং নিউজ রাজ্য

Loksabha Election: চলছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটগ্রহণ, কমিশনে অভিযোগের পাহাড়

শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় ভোট হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এদিন সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার।

মাথাভাঙা, দিনহাটা, ভেটাগুড়ি থেকে এসেছে ভুরিভুরি অশান্তির খবর। কোচবিহার থেকে এখনও পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ১৭২টি অভিযোগ। আলিপুরদুয়ারে ১৩৫টি অভিযোগ। জলপাইগুড়িতে ৭৬টি অভিযোগ।

মোট ৩৮৩টি অভিযোগ এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা, অপহরণেরও অভিযোগ এসেছে। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। এবার এই অশান্তির ঘটনায় তথ্য চাইল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, কমিশনের দিল্লির অফিস থেকে এ ব্যাপারে রাজ্য এবং জেলা নির্বাচনী দফতরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।

অভিযোগ, বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল। কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় বরাহমোটর, কসালডাঙা, জয়গুরু শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ভোট লুঠের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী রয়েছে হুমকিরও অভিযোগ।