দেশ ব্রেকিং নিউজ

কে সুরেশকে হারিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার ওম বিড়লা

এনডিএ-র প্রার্থী ওম বিড়লাকে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ ঘোষণা প্রোটেম স্পিকারের। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

স্পিকার নির্বাচন নিয়ে বুধবার ছিল সেই ভোটাভুটি। এদিন সকাল ১১টা নাগাদ সংসদে শুরু হয় স্পিকার নির্বাচনের প্রক্রিয়া। ওম বিড়লাকে নির্বাচিত করার প্রস্তাব পাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বিরোধী সাংসদরা কে সুরেশের পক্ষে প্রস্তাব দেন।

সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওম বিড়লা। এরপর ওম বিড়লাকেই স্পিকার হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভাতৃহরি মহতাব। প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ পদ। সাংসদদের আচরণ এবং তাঁদের দায়িত্ববোধকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের কাজ করানো। তাঁদের বিশ্বাস বজায় রাখতে হয় স্পিকারকে। আমি লোকসভার সকলের তরফে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃতকালে আপনি দ্বিতীয়বার এই দায়িত্বভার পেলেন। আপনার মুখের ওই মিষ্টি হাসি গোটা সংসদেরই মন ভাল রাখে। আপনি আগামী পাঁচ বছর আমাদের পথ দেখাবেন।”