বঙ্গে লোকসভার ৪২টি আসনে নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই চলছে ভোট গণনা। বাংলায় সবুজ ঝড়ের পূর্বাভাস। বেলা সাড়ে ৩ টে নাগাদ ফলাফল বলছে তৃণমূল এগিয়ে ৩০ আসনে। বিজেপি ১১। কংগ্রেস ১ আসনে এগিয়ে। এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল-
• প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
• প্রায় দেড় লক্ষ ভোটে এগিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
• ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী হিরনকে পেছনে ফেলে প্রায় এক লক্ষ পাঁচ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।
• ৮০,০০০ ভোটে এগিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়।
• ৬৭,৯৯৯ ভোটে এগিয়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
• বিজেপির স্বপন মজুমদারকে পিছনে ফেলে ৮৬,৫৬৯ ভোটে এগিয়ে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
• ষষ্ঠ রাউন্ড শেষে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে গেলেন বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল।
• মেদিনীপুরের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
• হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ১৭ হাজার ৯৬ ভোটে এগিয়ে গিয়েছেন।
• তমলুক লোকসভা কেন্দ্রে ১০,৩৪৫ ভোটে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
• কাঁথিতে এগিয়ে বিজেপির সৌমেন্দু অধিকারী।
• তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ২৩ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে।
• কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় এগিয়ে।
• ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল।
• অধীর চৌধুরীকে পেছনে ফেলে বহরমপুরে ২৯,৭৮১ ভোটে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান।
• দমদমে প্রায় ৫০ হাজার ভোটে তৃণমূলের সৌগত রায় এগিয়ে।
• বনগাঁতে এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর।