জেলা

শিশিরের সঙ্গে সাক্ষাতে লকেট

তিনি বলেছিলেন দরকার বুঝলে প্রচারে নামবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, ছেলে শুভেন্দুর হয়ে। এবার কি পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ শিশির অধিকারী? অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ঘটনা প্রবাহ। শনিবার দুপুরেই শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর তাতেই শিশির অধিকারীর গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
এই বিষয়ে শিশিরবাবু বলেন, ‘‌যে কেউ আসতেই পারেন আমার সঙ্গে দেখা করতে।’‌ কেউ আসলে তাঁকে স্বাগত জানাবেন বাড়ির পক্ষ থেকে এমনটাও জানান তিনি। আগামী ২০ মার্চ কাঁথিতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেই সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েই শিশিরবাবুর সঙ্গে দেখা করতে চলেছেন বিজেপি সাংসদ, লকেট চট্টোপাধ্যায়। তাই প্রবীণ তৃণমূল নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত হওয়ার ‌পরই মুখ্যমন্ত্রীর জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দেন শিশির অধিকারী। ষড়যন্ত্র করে চার–পাঁচজন ধাক্কা দিয়েছে তাঁর গাড়ির দরজায়, মমতার এই অভিযোগ খারিজ করে শিশির অধিকারী স্পষ্ট বলেন, ‘‌দুর্ঘটনায় আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না। ধাক্কার অভিযোগ সাজানো হয়েছে।’‌ সবমিলিয়ে একের পর এক মন্তব্যই শিশির অধিকারীর বিজেপি যোগের সম্ভাবনাকে জোরালো করেছে।