দেশ

তুলে দেওয়া হচ্ছে লকডাউন

লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে উপযুক্ত সময়ে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার হার বেড়েছে দিল্লিতে। এই স্বস্তির পরিস্থিতি আসতেই বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হবে লকডাউন। স্বাভাবিক হবে জনজীবন। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?‌ এই বিষয়ে স্পষ্ট কেজরিওয়াল জানান, প্রাথমিকভাবে নির্মাণকাজ এবং কারখানাগুলি চালু করা হবে। বাকি সবকিছু বন্ধ থাকবে। আনলকে কী কী খোলা থাকবে—তার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে আর্জি জানান, অত্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
টানা ৪৪ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আর স্বাভাবিকভাবেই সুস্থতার হার ও সক্রিয় রোগীর সংখ্যাতেও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। অনেকটা বাড়ল সুস্থতার হারও। বর্তমানে তা ৯০.৩৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৪১০ জন। পাশাপাশি চলছে টিকাকরণ কর্মসূচিও।