ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে বজায় থাকছে লকডাউন

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩১ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন রাখতে চাইছে। তবে তা এখনও সরকারিভাবে নয়া নির্দেশিকা না আসায় লকডাউন বজায় থাকবে বলে জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। রবিবার একটি টুইটে করে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত কেন্দ্র থেকে কোনও নির্দেশিকা আসেনি। আপাতত লকডাউন বজায় থাকছে। সোমবার জানানো হবে পরবর্তী পরিকল্পনার সিদ্ধান্ত।
সূত্রের খবর, আজ ৯টা নাগাদ রাজ্যগুলির সঙ্গে ভিডিও বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। আজই শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। প্রধানমন্ত্রীর শেষ ভাষণে ইঙ্গিত দিয়েছিলেন লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। শিল্প এবং গণ–পরিবহণ ব্যবস্থায় ছাড় আরও বেশি দেওয়া হতে পারে। বিমান পরিষেবাও ছাড় মিলতে পারে।
উল্লেখ্য, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু ৩১ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণের তালিকায় প্রথমে রয়েছে মহারাষ্ট্র। ভয়াবহ পরিস্থিতি বাণিজ্যনগরী মুম্বইয়ের। আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সঙ্গে সঙ্গে ২৪ জেলায় বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার। চেন্নাই–সহ ১২ জেলায় ট্যাক্সি, অটোরিক্সা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।