The number of deaths due to Corona attack is increasing in Bangladesh. That's why the lockdown has been extended to 5th May.
বাংলাদেশ

বাংলাদেশে লকডাউন ৫ মে পর্যন্ত!‌

করোনার আক্রমণে বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা। তাই লকডাউন শেষের তারিখ ২৫ এপ্রিল থেকে ১০ দিন বেড়ে হল ৫ মে পর্যন্ত করা হয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানান, লকডাউনের বিষয়ে সরকারি নির্দেশিকা জারি হবে। ৬৪টি প্রশাসনিক রাজ্যের ৫৮টিতেই ছড়িয়েছে করোনা। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। শুধু ঢাকাতেই প্রাণ হারিয়েছেন ৭ জন। বাংলাদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১৪। আর বর্তমানে মোট আক্রান্ত ৪১৮৬।
ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসের অতিরিক্ত অধিকর্তা নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় প্রায় ৩৪১৬ টি নমুনা পরীক্ষিত হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, মোট আক্রান্তের প্রায় ৪৫.৫১% ঢাকায় সংঘটিত হয়েছে। এখনও পর্যন্ত ৩৩৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত যাঁদের মধ্যে ১৮৬ জনই চিকিৎসক। বুধবার পর্যন্ত ২১৭ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ১১৭ জনই ঢাকায় কর্মরত ছিলেন।
জাতীয় স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা নাজমূল ইসলাম মুন্না জানান, বাংলাদেশের বর্তমান অবস্থার ভিত্তিতে বর্ধিত লকডাউন খুবই জরুরি। ভেন্টিলেটর ও উন্নত পরিকাঠামোর অভাবে ধুঁকছে দেশ। তিনি দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন যাতে প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাকে কমিয়ে রাখেন।