এটাই প্রত্যাশিত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। আর ইঙ্গিত দিয়েছিলেন লকডাউন এখনই তোলা সম্ভব নয়। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেই ইঙ্গিতকেই বাস্তবায়িত করলেন। আর সামনে রাখলেন, মুখ্যমন্ত্রীদের প্রস্তাবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই গোটা দেশে লকডাউন ৩ মে পর্যন্ত জারি করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির নববর্ষে বাংলায় টুইট করে তিনি লেখেন, ‘শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।’
তিনি বলেন, আপনাদের ত্যাগের জোরে ক্ষতি অনেকটাই সামলানো গিয়েছে। আমি জানি আপনাদের কতটা কষ্ট হচ্ছে। তারপরও আপনারা দেশের জন্যে অনুশাসন পালন করে চলেছেন। ২০ এপ্রিল পর্যন্ত বড় অগ্নিপরীক্ষা। কোথায় কীরকম নিয়ন্ত্রণ পালন হচ্ছে খতিয়ে দেখা হবে। যে যে রাজ্যে হটস্পট বাড়বে না, সেখানে বেশ কিছু ছাড় দেওয়া হতে পারে। অর্থনীতিতে ক্ষতি হলেও, জীবন সবার আগে। এই কঠিন সময়ে চাকরি না যায় তা নিশ্চিত করতে হবে। বুধবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত হবে নতুন গাইডলাইন।
তিনি জাতির উদ্দেশ্যে পরামর্শ দিয়ে জানান, করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন কর্মীদের সম্মান জানান। গরীব পরিবারের খেয়াল রাখুন। লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। একইসঙ্গে বাড়ির বয়স্কদের বিশেষ খেয়াল রাখুন। যে সব জায়গা হটস্পট জোনে পড়বে না, সেখানে সাময়িক কিছু ছাড় দেওয়া যেতে পারে ২০ এপ্রিলের পর। ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরে থাকবে দেশের সব রাজ্য–জেলা। ভারত আগে থেকেই করোনা বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০০ পৌঁছনোর আগেই ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে দিয়েছিল।
