রাজ্য লিড নিউজ

২১ মে পর্যন্ত লকডাউন?‌ উঠছে প্রশ্ন

৩ মে লকডাউন কী উঠবে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও বৈঠকে এখনই কোনও নির্যাস বেরোয়নি। পশ্চিমবঙ্গে কতদিন লকডাউন চলবে, তার ইঙ্গিত সোমবার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন, ২১ মে পর্যন্ত লকডাউন থাকতে পারে ভেবেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
ভিডিও বৈঠকের পর মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে বলেন, ‘‌প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয় লকডাউন চলবে। রাজ্য ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।’‌ ফলে এই বক্তব্য থেকে স্পষ্ট গোটা মে মাসটাই লকডাউনের আওতায় চলে যাবে। তবে সংক্রমণের হার দেখে গোটা রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
তবে এই লকডাউন যে কেন্দ্রের ইচ্ছাতেই বাড়ছে তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেন্দ্রের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে। কেন্দ্র একদিকে বলছে, লকডাউন ভালভাবে মানতে হবে। আবার মধ্যরাতের নির্দেশিকায় বলছে, কিছুক্ষেত্রে দোকানও খুলতে হবে। কেন্দ্রের বক্তব্যে তো কোনও স্পষ্টতা নেই। ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে। সংক্রমণের মাত্রা অনুসারে রাজ্যে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন হিসাবে যে জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করেই আরও সতর্ক থাকতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে হোম ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য নয়, সব পণ্যকেই ছাড় দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, রেড জোনগুলিতে কঠোরভাবে লকডাউন মানতে হবে। অরেঞ্জ জোনগুলিতে কিছু ছাড় দেওয়া হবে। গ্রিন জোনগুলিতে আরও বেশি ছাড় দেওয়া হবে। এদিনের বৈঠকে কেন্দ্রের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ‘আমি মুখ্যসচিবকে বলেছি ক্যাবিনেট সচিবের কাছ থেকে ব্যাখ্যা চাইতে। সেই ব্যাখ্যা পাওয়া গেলে দোকান খোলার ব্যাপারে বুধবার আমরা সিদ্ধান্ত নেব।’‌