করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল ব্রিটেনে। তাই ফের জাতীয় লকডাউন ঘোষিত হল রানির দেশে। দ্বিতীয় দফায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছুঁয়ে ফেলার পরই গ্রেট ব্রিটেনে এক মাসের জন্য জাতীয় লকডাউন ঘোষণা করলেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফের করোনার জেরে বিলেতে একদিনে ২০ হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছেন।
সংবাদমাধ্যমে লকডাউনের খবর ছড়িয়ে পড়ার পরই ডাউনিং স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করেন বরিস জনসন। তিনি ঘোষণা করেন, বৃহস্পতিবার মাঝরাত থেকে এক মাসের লকডাউন থাকবে গ্রেট ব্রিটেনে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শুধুমাত্র পড়াশোনা, কর্মক্ষেত্র, ব্যায়াম, নিত্য–প্রয়োজনীয় ও ওষুধ কিনতে বাড়ি থেকে বেরনোর অনুমতি রয়েছে মানুষের।
নিত্য প্রয়োজনীয় নয় এমন সব জিনিসের দোকানপাট লকডাউনের সময় বন্ধ থাকবে সেখানে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, গ্রেট ব্রিটেনকে আবারও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কোভিড–১৯। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে অবিলম্বে সরকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। প্রথম লকডাউনের ক্ষেত্রে দেরিতে সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করে জনসনের প্রতি তোপ দেগেছিলেন বিরোধীরা। প্রথম দফায় ২৩ মার্চ থেকে ৪ জুলাই লকডাউন ছিল রানির দেশে।