দেশ ব্রেকিং নিউজ

দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ৪ লক্ষ ১ হাজার ৭৮। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সামান্য কমেছে, একদিনে মৃত্যু হযেছে ৪ হাজার ৯২ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪। এই পরিস্থিতিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। রবিবারই তা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী দিল্লির মেট্রো পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকছে বলে জানান তিনি। লকডাউন আপাতত ১৭ মে পর্যন্ত।
এই পরিস্থিতি সামাল দিতে ক্ষমতাসীন–বিরোধী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। না হলে এই অতিমারির সঙ্গে লড়াই মোটে সহজ নয়। রবিবারই বেশ কিছু পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা লিখেছেন, আম–ভারতবাসী নিজের প্রিয়জনকে বাঁচাতে জমি, গয়না, যা কিছু সম্পদ বিক্রি করে চিকিৎসা করাচ্ছেন। প্রধানমন্ত্রী যেন সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করেন।
লকডাউন ঘোষণার সময় কেজরিওয়াল বলেন, ‘‌যদিও দিল্লিতে সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে। কিন্তু এই মুহূর্তে ঢিলেমি দেওয়া সম্ভব নয়। তাই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে।’‌ কেজরিওয়াল আরও জানান, লকডাউনের সময় তাঁদের মূল লক্ষ্য হবে চিকিৎসা পরিকাঠামো আরও মজবুত করা। দিল্লিতে মূল সমস্যা হল অক্সিজেনের অপ্রতুলতা। যদিও কেন্দ্রের সহযোগিতায় এখন পরিস্থিতি অনেকটা ভাল বলে জানান তিনি।