বারবার লকডাউনের তারিখ পরিবর্তন হওয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। ফের বদল হল রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ। ২৮ আগস্টের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার বদল হল লকডাউনের সূচি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিবর্তন কী অস্থিরতার লক্ষণ? নাকি এই পরিবর্তনের পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য আছে?
বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যসচিবের জারি নির্দেশিকায় বলা হয়েছে, মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিনের সম্পূর্ণ লকডাউনের ফলে বিভিন্ন ব্যবসায়িক এবং ব্যাঙ্কের কাজে অসুবিধা সৃষ্টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার পরেই আবার পরবর্তী সোমবার সম্পূর্ণ লকডাউন রয়েছে। সব মিলিয়ে আবেদনগুলি খতিয়ে দেখে সম্পূর্ণ লকডাউনের দিনগুলি সংশোধন করা হয়েছে।
এদিকে ২৮ আগস্ট পড়েছে শুক্রবার। পরপর দুটি জুম্মাবারে লকডাউন পড়ে যাচ্ছে বলেই এই লকডাউনে পরিবর্তন আনা হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, ২৭ (বৃহস্পতিবার) ও ২৮ (শুক্রবার), এই দু’দিন লকডাউনের পর ২৯–৩০ শনি ও রবিবার। তারপর আবার সোমবার ৩১ তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছিল। আবার অন্য একটা সূত্র বলছে, এক ঢিলে দুই পাখি মারা হল। ভোটব্যাঙ্কও অটুট রাখা হল আর ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ওই দিনে লকডাউন প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল টিএমসিপি। তাই এটা করা হল।
তবে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার), ২১ আগস্ট (শুক্রবার), ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এবং ৩১ আগস্ট (সোমবার) সম্পূর্ণ লকডাউন বজায় থাকবে। পরিবর্তিত সূচিতে এখন ২৭ তারিখ লকডাউনের পর আবার লকডাউন ৩১ আগস্ট সোমবার। মাঝে ২৯ আগস্ট শনিবার মহরম রয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটা কী তাহলে ধর্মনিরপেক্ষতার পরিচয়।