বাংলাদেশ

লকডাউন বাড়ার সম্ভাবনা পদ্মাপারে

নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। আরও এক সপ্তাহ লকডাউনের পথে হাঁটতে পারে বাংলাদেশ বলে সূত্রের খবর। চলতি লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে রবিবার। প্রশাসনের শীর্ষ স্তরের সবুজ সংকেত মিললে সোমবার থেকে আরও এক সপ্তাহ জারি থাকতে পারে এই মেয়াদ বলে খবর মিলেছে মন্ত্রিপরিষদ সূত্রে। সেক্ষেত্রে ২ মাসের দোরগোড়ায় বাংলাদেশের লকডাউন।
এখন বাংলাদেশে বন্ধ গণপরিবহণ। কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা পরিবহণ চলছে। বাস, ফেরি চলাচল করছে। হোটেল ও খাবারের দোকানেও একইভাবে চলছে পরিষেবা। আসন সংখ্যার অর্ধেক গ্রাহকরা সেখানে বসে খেতে পারছেন। বাকিদের ক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থা থাকছে আগের মতোই। খোলা রয়েছে ব্যাংক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলি। আবার লকডাউন জারি হলে সেক্ষেত্রে কোনও নিয়মে বদল হবে কি না অথবা আরও কিছুতে ছাড় মিলবে কি না জানা যায়নি।
প্রথমে ৫ এপ্রিল থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি হয়েছিল বাংলাদেশে। বন্ধ করা হয়েছিল গণপরিবহণ। তাতেও ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ জারি করে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। তারপর তা বাড়িয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত করা হয়। সেই লকডাউন আরও কয়েকদিন বাড়তে পারে।