দেশ লিড নিউজ

জাতির উদ্দেশ্যে ভাষণে মিলল না নতুনত্ব

দেশের মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের করোনা মৃত্যুহার, সুস্থতার হার আশাপ্রদ বলে দাবি করলেন। বর্তমান পরিস্থিতিতে অনেকেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি বলেন, ‘‌লকডাউন চলে গিয়েছে, কিন্তু ভাইরাস চলে যায়নি।’‌ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাভাইরাস মহামারির আবহে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
কোভিড ভ্যাকসিন নিয়ে জনমনে অনেক কৌতূহল ছিল। সেই বিষয়টি সামান্য ছুঁয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‌আমাদের দেশে করোনা রোগীদের জন্যে ৯০ লক্ষের বেশি বেড তৈরি করা হয়েছে। ১২ হাজার কোয়ারেনটিন সেন্টার গড়ে তোলা হয়েছে। ২০০০ করোনা টেস্টের ল্যাব হয়েছে দেশে। ১০ কোটি টেস্টও দ্রুত পেরিয়ে যাবে। গত সাত–আট মাসে যেভাবে দেশ এগিয়েছে, তা ভেঙে দিলে হবে না। আরও এগোতে হবে আমাদের। ভারতে সুস্থতার হার, মৃত্যুর হার সবই আমাদের দেশে আশাপ্রদ। আমেরিকা, ব্রাজিলের মতো দেশের থেকে অনেক ভালো অবস্থা ভারতে।’‌
এদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে জানান, করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। দোকান–বাজার সব ঘুরে দাঁড়াচ্ছে। তবে লকডাউন না থাকলেও করোনাভাইরাস এখনও চলে যায়নি। করোনাভাইরাস রয়েছে, এই কথাটি মনে রাখতে হবে। প্রতি ১০ লক্ষে ৮৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। আমেরিকা, ব্রাজিল, স্পেন, ব্রিটেনের মতো দেশে যে সংখ্যা ৬০০ বেশি। আমাদের দেশের বিজ্ঞানীরাও ভ্যাকসিনের জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রত্যেক দেশবাসীর কাছে টিকা পৌঁছানোর জন্য চেষ্টা চলছে, ভ্যাকসিন হাতে এলেই দ্রুত টিকাকরণ শুরু হয়ে যাবে।
নতুনত্ব কিছুই সেভাবে শোনাতে পারেননি প্রধানমন্ত্রী। শুধু একই কথা আউরে তাঁর বার্তা, দুই গজের দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরা—এই বিষয়গুলি আরও বেশি করে খেয়াল রাখুন। আপনাদের সবাইকে সুস্থ দেখতে চাই আমি। উৎসবের মরশুম দেশে, এখন কেউ অসুস্থ হবেন না। ঢিলেমির ফল খারাপ হতে পারে। উৎসব করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথা আগে ভাববেন।