দেশ লিড নিউজ

গ্রীণ জোনে লকডাউন শিথিলের সম্ভাবনা

আগামী ৩ মে’‌র পর কোভিড–১৯–এর গ্রীণ জোনে শর্তাধীনভাবে লকডাউন শিথিল হতে পারে। মন্ত্রিগোষ্ঠী সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, আপাতত লকডাউন বাড়ানোর ইঙ্গিত না মিললেও ট্রেন, বিমান, আন্তঃরাজ্য বাস চলাচল বন্ধ থাকারই সম্ভাবনা। সামাজিক দূরত্ব বিধি, মাস্ক পরার নিয়ম আরও দীর্ঘদিন বলবৎ থাকবে বলেই খবর।
যেখানে কোভিড–১৯–এর সংক্রমণ হয়নি এবং যেখানে সংক্রমণ একেবারে ন্যূনতম সেই অঞ্চলগুলিতেই লকডাউন শিথিল হতে পারে। অতিরিক্ত সংক্রমিত অঞ্চল বা হটস্পটগুলিতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তিন মে–র পরও এবং ওই অঞ্চলগুলিতে দফায় দফায় পর্যবেক্ষণ চলবে। জেলা–শহরের মধ্যে যাতায়াত চালু হতে পারে।
অফিস চালু করার ইঙ্গিত মিললেও সামাজিক দূরত্ব বিধি মানার নিয়ম কার্যকর থাকবে। তবে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সভা–সমাবেশ, পার্টির মতো বহু লোকের জমায়েতে এখনই নিষেধাজ্ঞা উঠছে না। মুম্বই, দিল্লি, নয়ডা, ইনদওরের মতো যেসব শহরগুলিতে সংক্রমণের হার অত্যধিক, সেখানে কীভাবে লকডাউন থেকে বেরতে হবে তার পরিকল্পনা করছে কেন্দ্র।