দেশ ব্রেকিং নিউজ

লকডাউন জারি করল সরকার

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজ্যের সমস্ত শহর এলাকায় লকডাউন জারি করল মধ্যপ্রদেশ সরকার। অত্যাধিক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ঠেকাতে কার্ফুও জারি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে লকডাউন। ৮ এপ্রিল অর্থাৎ আজ থেকেই চালু হবে কার্ফু। চলবে আগামী ৭ দিন। পরবর্তী তিন মাসের জন্য প্রতি সপ্তাহে পাঁচ দিন সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, বৈঠকের পর স্থির হয়েছে, ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে শনিবার ও রবিবার। আর আজ থেকে শুরু হচ্ছে নাইট কার্ফু। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে কার্ফু। শুধু শহরাঞ্চলে নয়, বিভিন্ন জেলাতেও জারি থাকবে এই নিয়ম।
সংবাদসংস্থা এএনআই মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, যেসব জায়গায় আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেখানকার ব্যবস্থাপক গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বড় শহরগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। মুখ্যমন্ত্রীর দফতর টুইটারে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানায়, মহামারির পরিপ্রেক্ষিতে মাস্ক ব্যবহার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং ঘন ঘন হাত স্যানিটাইজ করুন। করোনাভাইরাসে আক্রান্ত না হওয়াই এখন রাজ্যের সব থেকে বড় সেবা।
শেষ ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,০৪৩। এই সময়ে সুস্থ ২,১২৬ এবং মৃত ১৩। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৩,১৮,০১৪, সুস্থ ২,৮৭,৮৬৯ এবং মৃত ৪,০৮৬ জন।