ফের দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। সংক্রমণ রুখতে চিনের লানঝাউতে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনোর উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। দেশের শীর্ষ প্রশাসনের তরফে স্টে-অ্যাট-হোম-এর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চিনের মঙ্গোলিয়ার এজিনে লকডাউন জারি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে চিনের এজিন অঞ্চলই সংক্রমণের মূল কেন্দ্র। জানা গিয়েছে, চিনের প্রায় ১১ টি প্রদেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে। এমনকি রাজধানী বেজিংয়েও করোনা ছড়িয়েছে। বর্তমানে চিনের লানঝাউ প্রদেশ নিয়ে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার উপরেও। বাইরে বেরোতে গেলেই করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। ইতিমধ্যেই বহু উড়ান বাতিল হয়েছে সে প্রদেশে।
উল্লেখ্য, করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়েছে ব্রিটেনে। সেই প্রজাতি পাওয়া গিয়েছে ভারতেও। যা আরও বেশি সংক্রামক এবং মারাত্মক।