করোনাভাইরাস যেভাবে মহামারির আকার নিয়েছে তাতে ফের সম্পূর্ণ লকডাউন জারি করতে হল দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুকে। যদিও নতুন করে লকডাউনের বিরোধী ছিল রাজ্য সরকার। কিন্তু যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল ইয়েদুরাপ্পা সরকার। আগামী ১৪ জলাই সন্ধ্যে ৮টা থেকে ২৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল বেঙ্গালুরুতে।
মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা টুইট করে জানান, সব নিত্যপ্রয়োজনীয় পরিষেবা যেমন দুধ, ওষুধ, মুদির দোকান, সবজির দোকান খোলা থাকবে। সাধারণ মানুষের কাছে আবেদন লকডাউনের নিয়ম মেনে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন। রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই ১৪ জুলাই সন্ধ্যে ৮টা থেকে ২৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত নির্দেশিকা সোমবার প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কর্নাটকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুতে। রাজ্যের অর্ধেক করোনা রোগীই বেঙ্গালুরুর। রাজ্যে এখনও পর্যন্ত ৩৬,২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১৬,৮৬২ জনই বেঙ্গালুরুর। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬১৩ জনের।
