লিড নিউজ

৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন থাকবে ৩০ জুন পর্যন্ত। তবে আগামী এক মাস কনটেইনমেন্ট জোনের বাইরে সব পরিষেবাই শুরু হবে ধাপে ধাপে। খুলবে মল, দোকান, অফিস। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। আগামী ১ জুন থেকে নয়া গাইডলাইন কার্যকর হবে।
জানা গিয়েছে, ৮ জুন থেকে খুলে যাবে সব ধর্মীয় প্রতিষ্ঠান, মল, বাজার, হোটেল এবং হসপিটালিটি সেক্টর। তবে কনটেইনমেন্ট জোনে এই নিয়ম খাটবে না। এই জন্য স্বাস্থ্য মন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তৈরি করে দেবে। লকডাউন ৫.০ বদল হচ্ছে নাইট কার্ফুর নিয়ম। এখন সন্ধ্যে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোথাও যাওয়া যায় না। লকডাউন ৫.০ তা হবে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত।
লকডাউনের পঞ্চম দফায় মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, জিনমাসিয়াম, বিনোদন পার্ক, থিয়েটার, বার, বিভিন্ন অডিটোরিয়ামে সমাবেশ খেলাধুলা, রাজনৈতিক ও সংস্কৃতিক সমাবেশ করা যাবে না। বিনোদন ও ধর্মীয় সমাবেশ ও করা যাবে না। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই গাইডলাইন তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
লকডাউন মনোভাব জানতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যসচিবদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। শনিবারের মধ্যে মুখ্যসচিবদের থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়। সবদিক খতিয়ে দেখে এদিন নয়া লকডাউন গাইডলাইন ঘোষণা করেছে কেন্দ্র। রাজ্যগুলির সঙ্গে কথা বলে জুলাই মাসে স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে। সংক্রমিত এলাকায় আগামী ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র জরুরিকালীন কার্যকলাপ অনুমোদিত হবে। ওই এলাকায় প্রবেশ এবং প্রস্থানের উপর কড়া নিয়ন্ত্রণ বজায় থাকবে। সংক্রমিত এলাকায় আক্রান্ত শনাক্তকরণ এবং নজরদারি আগের মতোই বহাল থাকবে। আন্ত:রাজ্য গণপরিবহণ এবং পণ্য পরিবহণে কোনও বাধা থাকছে না।
কনটেইমেন্ট জোনগুলিতে ৩০ জুন পর্যন্ত একমাত্র অত্যাবশ্যকীয় কাজকর্মই চালু থাকবে। ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি থাকবে। কন্টাক্ট খুঁজে বের করার সময়ে ঘরে ঘরে নজরদারি চলবে। পঞ্চম দফায় পৌঁছল লকডাউন। তারপরেও এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,৭৬২ জন। মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র।