দেশজুড়ে সম্ভবত বাড়ছে লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ লকডাউন। এটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তার মধ্যে মহারাষ্ট্র ৩১ মে পর্যন্ত লকডাউন জারি রাখছে।
সূত্রের খবর, চতুর্থ দফার লকডাউন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রবিবার রাত ৯ টায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে। তারপরই ঘোষণা হতে পারে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি।
ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু সরকার। লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের স্কুল, কলেজ, ধর্মস্থান, সিনেমা হল, রেস্তোরাঁ, বার–সহ সব জমায়েতের স্থান বন্ধ থাকবে। মহারাষ্ট্রের পরেই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে তামিলনাড়ু। গোটা দেশের করোনা আক্রান্তের এক–তৃতীয়াংশই মহারাষ্ট্রের।